আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র। বিশেষ করে করিম বেনজেমাকে সঙ্গী করে বিয়ালের আক্রমণ ভাগকে করেছে সমৃদ্ধ। তাইতো এই তরুণ ফুটবলারকে বিশ্বের শীর্ষ পাঁচজনের একজন মনে করেন বেনজেমা।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে ৪১টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। রিয়ালের চলতি মৌসুমে যে সফলতা তাতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই ব্রাজিলিয়ানের। তাইতো ভিনিসিয়াসের ক্লাব সতীর্থ বেনজেমা মনে করেন সে শীর্ষ পাঁচজনের একজন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বেনজেমা বলেন, “ভিনিসিয়াস শীর্ষ প্লেয়ার। সে শীর্ষ পাঁচজনের একজন। আমি সবসময় তার সঙ্গে মাঠ এবং মাঠের বাইরে কথা বলি। সে আরও উন্নতি করতে পারে। সে আরও বেশি গোল এবং অ্যাসিস্ট করতে পারবে আমি নিশ্চিত।”