নরসিংদী প্রতিনিধি :মঙ্গলবার দুপুরে কাপাসিয়ার গ্রামে পারিবারিক কলহের জেরে অভিমান করে গলায় ফাঁস লটকে এক বৃদ্ধের আত্মহত্যার
ঘটনা ঘটেছে।
কাপাসিয়ার সিঙ্গুয়া পূর্ব পাড়া গ্রামে আজ মঙ্গলবার দুপুরে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।দুপুরে সবার অজ্ঞাতে উক্ত গ্রামের ভূমিহীন দিন মজুর মৃত আঃ গফুরের পুত্র ফাইজুদ্দীন
(৬৫) এ কান্ড ঘটিয়েছেন। গ্রামবাসী জানান,বাড়ী সংলগ্ন জঙ্গলের একটি গাছে গলায় ফাঁস লটকে তিনি আত্মহত্যা করেছেন।খবর পেয়ে বিকেলে পুলিশ ও এলাকাবাসী তার লাশ সেখান থেকে তার লাশ উদ্ধার করেছে। কাপাসিয়া থানার ওসি এ এস এম নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।আত্মীয় স্বজনের দাবীর মুখে লাশের পোষ্ট মর্টমের ব্যবস্থা হয়নি।