আকা দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
আসন্ন কাতার বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ফেভারিটদের তালিকায় একজন বলে মনে করেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকা।
তরুণ আর অভিজ্ঞ ফুটবলার দলে ছড়াছড়ি। তাইতো বলা যায় তরুণ আর অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ের একদল নিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে যাবে দক্ষিণ আমেরিকার জায়ান্ট ব্রাজিল। দলে যেমন রয়েছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা নেইমার, সিলভা কিংবা দানি আলভেসের মতো ফুটবলাররা ঠিক তেমনি আছে রাফিনহা, অ্যান্থনি কিংবা ভিনিসিয়াসদের মতো তরুণ ফুটবলাররা। তাইতো ব্রাজিলকে আসন্ন বিশ্বকাপের ফেভারিটদের আসনে রাখছেন দলটি সাবেক তারকা ফুটবলার কাকা।
তিনি বলেন, “আমাদের অনেক ভালো তরুণ প্লেয়ার রয়েছে। রাফিনহা, অ্যান্থনি, ভিনিসিয়াস জুনিয়ররা দারুণ মৌসুম কাটাচছে। রোদ্রিগো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অবিশ্বাস্য ছিল। এই প্লেয়ারগুলো নেইমারকে সাহায্য করতে পারবে বিশ্বকাপে। এই কারণে আমি মনেকরি এবারের বিশ্বকাপে ব্রাজিল ফেবারিটদের একজন।”
কাকা আরও বলেন, “ইতিমধ্যে দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করা সিলভা, আলভেস, নেইমারের সঙ্গে এই তরুণরা, চাপকে সামলে বিশ্বকাপে ভালো ফলাফল অর্জন করার জন্য এটা দারুণ সমন্বয় হতে পারে।”