আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা লিভারপুলের অ্যালিসন এবং ম্যানসিটির এডারসনের হাতে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গোল্ডেন গ্লাভসের পুরষ্কার । কার হাতে উঠতে চলেছে ইপিএলের চলতি মৌসুমের গোল্ডেন গ্লাভসের পুরস্কার সেটা নিয়েই চলছিলো তুমুল আলোচনা-সমলোচনা।
যেখানে সেরা হওয়ার লড়াইয়ে এগিয়ে ছিলো লিভারপুলের অ্যালিসন, ম্যানসিটির এডারসন, চেলসির মেন্ডি, আর্সেনালের রামসডালে, অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেজের মত গোলকিপারের নাম। যেখানে সেরা গোলকিপার হিসেবে যৌথভাবে গোল্ডেন গ্লাভসের পুরষ্কার উঠেছে দুই ব্রাজিলিয়ান অ্যালিসন এবং এডারসনের হাতে। উল্লেখ্য চলতি মৌসুমে ২০টি ক্লিনশিট রেখে ইপিএলের গোল্ডেন গ্লাভসের পুরষ্কার উঠেছে এই দুই ব্রাজিলিয়ানের হাতে।