আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
মাত্র ৪৬ বছর বয়সে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডু সাইমন্ডস।
সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতে আবারো শোকের ছায়া নেমে এলো ক্রিকেট বিশ্বে। অস্ট্রেলিয়ার টাউন্সভিলের ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁ দিকে যাওয়ার সময় একটি গাড়ি উল্টে মারা গেছেন সাবেক অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডু সাইমন্ডস।
অজিদের হয়ে মোট ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন সাইমন্ডস। যেখানে ৪১ গড়ে দুই সেঞ্চুরিতে রান করেছিলেন ১৪৬২ পাশাপাশি ২৪টি উইকেটও আছে তার নামের পাশে।
এইদিকে ১৯৮টি ওয়ানডে খেলে এই ফরম্যাটে ৪০ গড়ে ৫০৮৮ রান করেছেন সাইমন্ডস। যেখানে ৬টি সেঞ্চুরির পাশাপাশি শিকার করেছেন ১৩৩টি উইকেট। অন্যদিকে ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার।