এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে প্রয়াত রাষ্টপতি জিল্লুর রহমানের সহধর্মিণী, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের মা সাবেক নারী নেত্রী আইভি রহমান স্মরণে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আইভি রহমান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (১৪ মে)শনিবার বিকালে স্থানীয় শহিদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব ফুটবল একাডেমি ও রাকিব স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন।
ফুটবল ফাইনাল খেলায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বিসিবির সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। আর শান্তির পায়রা উড়িয়ে দেয় নাজমুল হাসান পাপনের সহধর্মিণী রোকেয়া হাসান।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক মো আবুল মনসুর। সহকারী কমিশনার ভুমি মো.জুলহাস হোসেন সৌরভ, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু প্রমুখ। এছাড়াও যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত।
ক্রীড়া সংস্থা সূত্রে জানাযায়, আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে শেষে রাকিব স্পোর্টিং ক্লাব ও ভৈরব ফুটবল একাডেমি ফাইনাল খেলা অংশগ্রহণ করেন। আর ফাইনাল খেলায় ভৈরব ফুটবল একাডেমিকে হাফ টাইমের আগে ১-০ গোলে রাকিব স্পোর্টিং ক্লাব পঞ্চবটি পরাজিত করে তাদের জয়ী নিশ্চিত করেন।
উক্ত ফাইনাল খেলায় আইভি রহমান পৌর স্টেডিয়ামের গ্যালারী ছাড়াও মাঠের কাণায় কাণায় ছিল দর্শকের উল্লাস।
আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের সার্বিক পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো আতিক আহমেদ সৌরভ।