আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তবে তার কাঁধের চিকিৎসার জন্য কোনো অস্ত্রোপচার লাগছে না বলে জানিয়েছে তাসকিন নিজেই।
বুধবার এমআরআইসহ ৩টি টেস্ট করা হয় তাসকিনের। যেখানে রিপোর্ট পেয়েই এই পেসার জানান, “ট্যান্ডিনোপ্যাথিতে (কাঁধ) হালকা সমস্যা আছে। এখন ইনজেকশন এবং রিহ্যাবের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। যদি এর মাধ্যমে ঠিক না হয়, ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে অপারেশন লাগবে”।
এইদিকে সুস্থ হয়ে আবার কবে মাঠে ফিরতে আর কতোদিন সময় লাগতে পারে সেই বিষয়ে কিছু জানায়নি তাসকিন।