নরসিংদী প্রতিনিধি: মনোহরদীতে এক নেশাগ্রস্থ যুবক মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস লটকে আত্মহত্যা করেছে। ইতোপূর্বে আরো দু’বার আত্মহত্যার চেষ্টা তার ব্যর্থ হয়ে এবার সফল হয়েছে বলেও জানা গেছে।
মনোহরদী উপজেলার পীরপুর ভাটিপাড়া গ্রামের আলাল উদ্দীনের পুত্র ইসমাইল হোসেন রনক (৩০) দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্থ ছিলো।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়,গতকাল মঙ্গলবার রাতে মায়ের কাছে নেশার টাকা চায় সে।মা তা দিতে অপারগতা জানিয়ে বাড়ীর বাইরে বেরিয়ে যান।
এতে ক্ষিপ্ত হয়ে রনক রাত ১১টার দিকে নিজ বাড়ীর বসত ঘরের আঁড়ায় গলায় ফাঁস লটকে আত্মহত্যা করে। টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত নামিয়ে চিকিৎসার্থে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এখান থেকে তাকে রেফার্ড করার পর তার মৃত্যু ঘটে।ইতোপূর্বে আরো দু’বার সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলো বলেও এলাকাবাসী জানিয়েছেন। নেশার টাকার জন্য পরিবারের উপর অত্যাচার করতো বলেও জানান তারা। মনোহরদী থানার ওসি মোঃ ফরিদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।