আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
আইসিসির ঘোষিত বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছে তিন বাংলাদেশী ক্রিকেটার।
আজ ২০শে জানুয়ারি (বৃহস্পতিবার)সদ্য সমাপ্ত হওয়া ২০২১ সালে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় একটি বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। যেখানে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান উইকেটকিপার মুশফিকুর রহিম এবং পেসার মোস্তাফিজুর রহমান।
আইসিসির ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিন ক্রিকেটারই বাংলাদেশের। এছাড়া দুইজন করে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটার।
একনজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল
পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা।