বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে চুরি হওয়া ৩টি টায়ার উদ্বার করেছে আনসার বাহিনীর সদস্যরা

বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে চুরি হওয়া ৩টি টায়ার উদ্বার করেছে আনসার বাহিনীর সদস্যরা

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোলপ্রতিনিধি : বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে চুরি হওয়া তিনটি টায়ার উদ্ধার করেছে বন্দরের আনসার বাহিনীর সদস্যরা।মঙ্গলবার পিসি এইচএম হেলাল উজ্জামান এর নেতৃত্বে কার্গো ভেহিকেল টার্মিনালের পিচনে গাতীপাড়া গ্রামে পুকুর পাড় ও ঝোঁপ জঙ্গলের ভিতর থেকে টায়ার গুলো উদ্ধার করা হয়।কার্গো ভেহিক্যালস টার্মিনাল ১৬ একর জায়গা কিন্তু যেখানে নিরাপত্তা জন্য কোন আনসার সদস্য ও পিমা সিকিউরিটি ডিউটি পোস্ট নেই।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক উপসচিব মোঃ শামিম হোসেন রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে চুরি হওয়া ৩টি টায়ার গাতিপাড়া একটি পুকুর পাড় থেকে ১টি ও ঝোঁপ জঙ্গলের ভিতর থেকে দুইটি মোট তিনটি টায়ার উদ্ধার করা হয়েছে ।চুরি যাওয়া টায়ার আয়সার কোম্পানি হওয়ায় চ্যাসিস ডেলিভারি ম্যান মোঃ শাহিন এর হাতে টায়ার বুঝিয়ে দেওয়া হয়েছে । টায়ার উদ্ধার অভিযানের নেতৃত্বে ছিলাম বেনাপোল স্থলবন্দরে আনছার বাহিনীর ইনচার্জ পিসি এইচ এম হেলাল উজ্জামান,এপিসি আসাদুজ্জামান, আনসার হেলাল,আনসার রাকিবুল, আনসার আকিজুল, আনসার নয়ন। সহযোগী পিমা প্রাইভেট সিকিউরিটির সিএসও আল আমিন ও সুপারভাইজার ইকরামুল হক।

সর্বশেষ