মনোহরদীতে জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্সের (জেড সি এফ) মনোহরদী উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। জেলা শাখার আহবায়ক রমজান মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মাসুম ও সদস্য সচিব মো: মাহফুজ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে রবিবার এ তথ্য জানানো হয়। উপজেলা কমিটিতে হাবিবুর রহমান রাজিবকে আহবায়ক ও মো: রফিকুল ইসলাম কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এবং মো: ইব্রাহিম কে আহবায়ক ও মো: ফারুক প্রধান কে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাহার আলী, যুগ্ন আহ্বায়ক রিপন খান মিরাজ, আব্দুল্লাহ আল মিঠু, ইসমাইল হোসেন, রবিউল আওয়াল রাকিব, মাছুম রানা, রুবেল বর্মন, রুবেল মিয়া, হারিছ শেখ, জাহিদুল হাসান, মাছুম হাসান, আশিক খান, মাজেদুর রহমান জনি, আমির ফরাজি, আরিফ, তন্ময় সাহা, রাশেদুল হাসান রুবেল, সোহাগ দেওয়ান, ফজলে রাব্বি তুষার।
মনোহরদী পৌরসভায় সিনিয়র যুগ্ন আহবায়ক ইমরান ফারুক, যুগ্ন আহ্বায়ক রনি, বিপ্লব, মাহাবুব, শরিফ, রিমন।
উক্ত কমিটি কে আগামী ৬০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলাতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।