কাজী মো. ইসমাঈল হোসেন, জাবিপ্রবি প্রতিনিধিঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয় যে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এবং অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) এবং হাউস টিউটরদের উপস্থিতিতে গত সোমবার ও বুধবার দুটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে, ২০২৩ সালের ৯ আগস্ট ও ১৭ অক্টোবর তারিখের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়।
এই নিষেধাজ্ঞার আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয় আইনের ৩৯(৫) ধারা অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।