নরসিংদী জেলার সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
১
i) এ এন ব্রিকস,
ii) চন্ডীতলা ব্রিকস,
iii)আল ফাহাদ ব্রিকস
(মনোহরদী, নরসিংদী) নামীয় প্রতিষ্ঠান সমূহের ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে বাধ্যতামূলক সিএম লাইসেন্স অতিদ্রুত গ্রহণের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয়।
২) i)মেসার্স আল নূর বেকারি, মনোহরদী বাস স্ট্যান্ড,মনোহরদী নরসিংদী।
ii) মেসার্স আল আমীন (স্মৃতি মনি বেকারি),হাতিরদিয়া বাসস্ট্যান্ড মনোহরদী বাস স্ট্যান্ড, মনোহরদী, নরসিংদী নামীয় প্রতিষ্ঠানের কেক, ব্রেড, বিস্কুট পন্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণের অনুরোধ করা হয়।
৩) শাহী চটপটি ও মিস্টিঘর, মনোহরদী, নরসিংদী নামীয় প্রতিষ্ঠানের ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণের অনুরোধ জানানো হয়।
জনাব এ এফ এম হাসিবুল হাসান, (ফিল্ড অফিসার,সিএম)’র
নেতৃত্বে জনাব শেখ রাসেল পরিদর্শক (মেট্রোলজি) এই অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।