ভারতের সঙ্গে সীমান্ত সঙ্কট নতুন নয় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সমস্যা আসবে, সমাধানও হবে।
বুধবার (১৫ জানুয়ারি) আসন্ন চীন সফর নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীন সফরে ভূরাজনীতি, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সবসময়ই ভারসাম্যপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ।
রাষ্ট্রীয় সফরে আগামী ২০ জানুয়ারি চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এমন এক সময় তার এই সফর, যখন বাংলাদেশ-ভারত সম্পর্ক একেবারেই তলানিতে। সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ ইস্যুতে মুখোমুখি প্রতিবেশী দুই দেশ।
সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সঙ্কট নতুন কিছু নয়। সীমান্ত ইস্যুতে সবকিছু আলোচনার ভিত্তিতে হতে হবে।
এসময় চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ সহায়তা চাইবে বলেও জানান তিনি।
এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, ঋণ সহায়তা ও তিস্তা প্রকল্পের ব্যাপারেও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও একবার মনে করিয়ে দেন যে, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সবসময়ই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
এই অবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন সরকার এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হোঁচট খাবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।