ডাকের রেকর্ডের শীর্ষে মুমিনুল

আকাশ দাশ সৈকত

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ডাকের রেকর্ডে শীর্ষে এখন মুমিনুল হক। পিছনে পেলেছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

একটা সময় বাংলাদেশ জাতীয় দলের সেরা টেস্ট ক্রিকেটারের বনে গিয়েছিলেন মুমিনুল হক। তবে সময়ের পালাবদলে নিজের সেই ধারাবাহিকতা হারিয়েছেন তিনি। অফফর্মের জন্য বাদ ও পড়েছেন দল থেকে একবার। তবে ফিরে এসে এবার করে বসলেন লজ্জার এক রেকর্ড । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান আইসিসা টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের দ্বিতীয় এবং শেষ ম্যাচে ব্যাট করতে নেমে শূন্য রানে সাজঘরে ফিরে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ডাকের রেকর্ডে নাম লিখলেন তিনি। এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ৬১টি টেস্টে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। ৬৯তম টেস্টে গতকাল খেলতে নেমে মুমিনুল তাকে ছাড়িয়ে ১৭ বার আউট হলেন শূন্য রানে।

এইদিকে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ডাকের রেকর্ডের তিনে আছেন মুশফিকুর রহিন (১৩)। এছাড়া তাইজুল ইসলাম এবং খালেদ আহমেদের ও ডাক সমানসংখ্যাক ।

এছাড়া মুমিনুলের জন্য সিরিজের প্রথমদিন লজ্জার হলেও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের জন্য গর্বের। গ্যারি সোবার্সকে ছাড়িয়ে তিনি এখন ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ টানা ৮৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন

সর্বশেষ