কুবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে চড়ুইভাতি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে চড়ুইভাতির আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়।

চড়ুইভাতি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে রেফেল ড্র, পিলো পাস এবং প্রিয়ার কপালে টিপ পরানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মো. তাওহীদ হোসেন সানি বলেন, দীর্ঘদিন কুবিতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আঞ্চলিক সংগঠনগুলো স্থবির হয়ে গিয়েছিলো। সেই স্থবিরতা কাটাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ ‘চড়ুইভাতি’র আয়োজন করেছি। চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত উপদেষ্টা, শিক্ষকবৃন্দ এবং অন্যান্য সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে করে আমাদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিপাবে, লিডারশীপ বিল্ডিংয়ে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা আরও অনুষ্ঠান করতে চাই।’

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াৎ, সংগঠনের সাধারণ সম্পাদক মো: শাহীন মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সর্বশেষ