রিয়ালের সাথে মদ্রিচের নতুন চুক্তি!

আকাশ দাশ সৈকত
চলতি বছরে স্প্যানিশ জায়েন্ট রিয়ার মাদ্রিদের সাথে ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও দলটির সাথে আরো এক বছরের চুক্তি নবায়ন করেছে এই ক্রোয়াট মিডফিল্ডার ।

বর্তমান তারকা ফুটবলারের ছড়াছড়িতে রিয়াল মাদ্রিদের মূল একাদশে তেমন খেলার সুযোগ পাননা মদ্রিচ। তাছাড়া তরুণ এদুয়ার্দো কামাভিঙ্গা, অঁরেলিয়ে শুয়ামেনি, ফেদ্রেরিক ভালভার্দে ও জ্যুড বেলিংহ্যামদের মতো তারকারা এখন রিয়ালের মিডফিল্ডের ভরসার নাম হয়ে দাঁড়িয়েছে। তাই তো গুঞ্জন উঠেছিল চলতি আসর শেষে হয়তো স্প্যানিশ জায়ান্টদের সাথে আর চুক্তির মেয়াদ বাড়াবে না মদ্রিচ। তবে সেই গুঞ্জন উড়িয়ে আরো এক বছরের জন্য রিয়ালের সাথে চুক্তি নবায়ন করতে চলেছে ৩৯ বছর বয়সী এই তারকা। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ।

বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘রিয়াল এবং লুকা মদ্রিচ চুক্তি নবায়নের বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের অধিনায়ক ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন। এর আগে মদ্রিচ ২০১২ সালে রিয়ালে যোগ দেন, এরপর ১২টি মৌসুম প্রতিনিধিত্ব করবেন আমাদের জার্সির। এর মধ্য তিনি রিয়াল মাদ্রিদ এবং বিশ্বফুটবলের কিংবদন্তি হয়ে উঠেছেন”।

রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মদ্রিচ দলটির হয়ে ৫৩৪টি ম্যাচ খেলেছেন এবং ৩৯টি গোল করেছেন।

সর্বশেষ