– কুবি প্রতিনিধি ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা সংস্কারের সাথে সম্পৃক্ত আন্দোলনকারীকে মারধর করার অভিযোগে বিভাগের ব্যাচ থেকে শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করেছে এক ছাত্রলীগ কর্মীকে।
অবাঞ্চিত হওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী পারভেজ মোশাররফ।
তার ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুকে’ পোস্টে উল্লেখ করেন, ‘আমরা, আইসিটি-১১ (ভার্সিটি-১৪) তম ব্যাচের শিক্ষার্থীরা, গত ১৫ জুলাই তারিখে আমাদের সহপাঠী পদার্থবিজ্ঞান-১৪ ব্যাচের ‘আরাফ ভুইয়ার’ উপর সংঘটিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা আমাদের সকলের মনে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সৃষ্টি করেছে। উক্ত হামলায় আমাদের ব্যাচের পারভেজ মোশাররফ (আইসিটি ১১-তম ব্যাচ (ভার্সিটি-১৪), ID: ১২০০৯০৪২) সংশ্লিষ্টতা জানতে পেরে, পূর্ব ঘোষণা মোতাবেক,আমরা আইসিটি-১১ তম ব্যাচের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা পারভেজ মোশারফের সাথে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম।’
এই বিষয় ব্যাচের ক্লাস প্রতিনিধি শাহিন মিয়া বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে কোটা আন্দোলনকারীদের উপরে হামলার সাথে কেউ সম্পৃক্ত থাকলে আমরা তাকে অবাঞ্চিত ঘোষণা করবো। পারভেজের বিরুদ্ধে এই বিষয় একটি অভিযোগ উঠেছে তাই আমরা তাকে অবাঞ্চিত ঘোষণা করছি।’
এছাড়াও গাজীপুরের শিক্ষার্থীদের আঞ্চলিক ছাত্র সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী’-তে তিনি যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ছিলেন। সে পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি ইসরাত জাহান বন্যা।
তিনি বলেন, ‘যেহেতু তার নামে আন্দোলনকারীদের মারধর করেছে বলে অভিযোগ রয়েছে তাই তাকে সংগঠন থেকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে।’
অভিযুক্ত পারভেজ মোশাররফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রোকৌশল অনুষদের সাংগঠনিক পদের সাবেক নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের আগামী কমিটিতে পদপ্রত্যাশী আবু সাদাৎ মো. সায়েমের কর্মী।