মনোহরদীতে একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০ অক্টোবর) উপজেলার ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রধান লক্ষ্য ছিল সমাজে প্রতিবন্ধীতা বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করা।

দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা, প্রাথমিক বিদ্যালয়সহ ১৫ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান।

উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম ও ইউএসএআইডি – এর সবাই মিলে শিখি প্রকল্পের চিফ অব পার্টি সাঈদা আনিস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা একীভূত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান,অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ