রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রাণ-স্বাস্থ্যসেবা প্রদান

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্যার্ত মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে রৌমারী উপজেলা যুবদল। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম গঠন করে দলটি। রোববার দিনব্যাপি উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া খেয়াঘাট এলাকায় চলে দলটির এ আয়োজন।
রৌমারী উপজেলা যুবদলের যুগ্ম-আহব্বায়ক সহ-অধ্যাপক সাজ্জাদুল হক সুজন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দেশ নায়েক তারেক রহমানের নির্দেশে উপজেলার বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়াও ফ্রি-মেডিকেল টিম গঠন করে দুস্থ্য মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মুঞ্জরুল ইসলাম মন্জু, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সর্বশেষ