ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরণে অভিযুক্ত যুবলীগ নেতা শ্রীঘরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সৈরাচারী সরকারের শাসনামলে সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের কুকর্মের হাতিয়ার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খলিফা সাম্রাজ্যের সম্রাট সাবেক পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল ওরফে বড় ভাইয়ের মন যোগাতে বৈষম্যবিরোধী বিভিন্ন ছাত্র আন্দোলনে বিস্ফোরক ঘটানোর অভিযোগে সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর যুবলীগ নেতা মোঃ মনির হোসেন(৪৫) কে গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরশহরের রাধানগর (কলেজপাড়া) হতে তাকে গ্রেফতার করা হয়।

বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার হওয়া যুবলীগ নেতা মনির হোসেন পৌরশহরের রাধানগর (কলেজপাড়া) গ্রামের মৃত আব্দুল আউয়াল মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের অক্টোবর মাসে দায়েরকৃত বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী পৌর যুবলীগ নেতা মনির হোসেনকে গ্রেফতার করে সোমবার সকালে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ