আগৈলঝাড়ায় রংধনু ডিজিটাল জোনের উদ্বোধন 

বরিশাল ব্যুরো:-

বরিশালের আগৈলঝাড়ায় অত্যাধুনিক রংধনু ডিজিটাল জোনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কলেজ রোডে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে রংধনু ডিজিটাল  জোনের শুভ উদ্ভোধনে

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হান্নান মোল্লা,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা,বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক  মো. বদিউল আলম বাবুল শাহসহ অন্যানরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুর হক।

রংধনু  ডিজিটাল জোনের সত্বাধিকারী

নাসির উদ্দিন শাহ্ এবং পারভেজ মিয়া জানান, ডিজিটাল ব্যানার, বিলবোর্ড,

স্টিকার,পোষ্টার,ফেস্টুন,লিফলেটসহ

ক্রেস্ট,প্লাস্টিক আইডি কার্ড,মগ প্রিন্ট,ব্যাজ,টাইলস্ প্রিন্ট,টি-শার্ট তৈরীর জন্য এখন  অন্য কোথাও যেতে হবে না। সর্বাধুনিক জাপানী মেশিনে বিভিন্ন রং ও ডিজাইনের যাবতীয় কাজ করা যাবে রংধনু ডিজিটাল জোনে।

সর্বশেষ