বিশ্বব্যাংক আইএমএফের সম্মেলন সহজ শর্তে ৬৯০ কোটি ডলার আদায়ে বদ্ধপরিকর বাংলাদেশ

ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যাপক অর্থনৈতিক সংস্কার কার্যক্রম নিয়ে বিশ্বব্যাংক এবং আইএমএফের বার্ষিক সভায় যোগ দিয়েছে বাংলাদেশ। আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো আর উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের চেয়ে সংস্কার কার্যক্রম জোরালো করছে পরিবর্তিত সরকার। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ ও অর্থ সহায়তার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে বলে মনে করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সংস্থা দুটির উচ্চপদস্থ কর্মকর্তারা গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন জানিয়ে প্রয়োজনীয় তহবিল সরবরাহের আশ্বাস দিয়েছেন। তারই প্রতিফলন পেতে যাচ্ছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থা দুটির সদর দপ্তরে শুরু হওয়া বিশ্বব্যাংক-আইএমএফের সপ্তাহব্যাপী বার্ষিক সভার প্রথম দিনে বাংলাদেশসহ যেসব দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে এবং ইসরায়েল-ফিলিস্তিন ও লিবিয়া সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।

২১ অক্টোবর শুরু হওয়া এবারের সম্মেলনটি চলবে ২৭ তারিখ পর্যন্ত। নতুন-পুরান মিলিয়ে এবারের সম্মেলনে সহজ শর্তে ৯৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি পেতে যাচ্ছে বাংলাদেশ। সভার দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করছেন। প্রতিনিধি দলে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্?রিয়ার কাদের ছিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান প্রমুখ। সম্মেলন শেষে ২৯ অক্টোবর অর্থ উপদেষ্টার দেশে ফেরার কথা।এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে ভিও-২০ মিনিস্ট্রিয়াল ডায়ালগে অংশ নেন ড. সালেহউদ্দিন এবং তৃতীয় দিনে ওপেক ফান্ডের সভাপতি আবদুল হামিদ আল খলিফার সঙ্গে জ্বালানি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং একই দিনে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ড. সালেহউদ্দিন আহমেদ। সম্মেলনের শুরুর দিনের আলোচনা ও বৈঠকসূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক-আইএমএফ এবারে একেবারেই নতুন করে ৪৫০ কোটি ডলার দিতে পারে। এটি মূলত বাজেট সহায়তা হিসেবে দিতে পারে। এর মধ্যে আইএমএফ ৩০০ কোটি এবং বিশ্বব্যাংক থেকে ১৫০ কোটি ডলার পাওয়া নিয়ে আলোচনা চলমান। এ ছাড়া গত বছর জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। আগের অনুমোদন হওয়া ঋণ মোট সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে তিন কিস্তির ২৩০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। বাকি ২৪০ কোটি ডলার নতুনভাবে পেতে চাইবে। নতুন ঋণ কী শর্তে কয় কিস্তিতে দেওয়া হবে, সে বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ।

প্রতিনিধি দলটি নতুন অর্থায়ন পদ্ধতি এবং সংস্কারের শর্ত নিয়ে আলোচনা শুরু করেছে। বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে প্রতিনিধি দল। একই সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, বিশ্বব্যাংক গ্রুপের বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি এজেন্সি (এমআইজিএ), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কানট্রিজ (ওপেক) ও আরও কয়েকটি সংস্থার সঙ্গে নানা ইস্যুতে দ্বিপক্ষীয় বৈঠক করবে।

ডিসেম্বরে আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে এ বছর আইএমএফের দুটি কর্মসূচির অধীনে দেড় বিলিয়নের বেশি পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। নতুন তহবিলের জন্য সংস্কারের শর্ত নির্ধারণ এবং বিদ্যমান ঋণ কর্মসূচি পর্যালোচনা করতে নভেম্বরে আইএমএফের একটি মিশনের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাংক চলতি অর্থবছরে নতুন করে দেড় বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বলে আশা করছে সরকার। এর মধ্যে আগামী ডিসেম্বরে ১ বিলিয়ন পাওয়ার কথা রয়েছে।

এদিকে বিশ্বব্যাংক-আইএমএফের এবারের বার্ষিক সভা থেকে কার্যকর ফল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আনতে আশাবাদী বাংলাদেশ। সে ক্ষেত্রে নতুন বাংলাদেশের সংস্কার পরিকল্পনা তুলে ধরা হবে এ সম্মেলনে। রেকর্ড মূল্যস্ফীতি আর মধ্যপ্রাচ্যের টানাপোড়েন প্রভাব বিস্তার করেছে অপেক্ষাকৃত গরিব আর উঠতি অর্থনীতির দেশগুলোর ওপর। সে বাস্তবতা সামনে রেখে নতুন এক টেকসই উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও একত্র হয়েছেন বিশ্ব অর্থনীতির কৌশল নির্ধারণকারীরা। অর্থায়নের ক্ষেত্রে সামনের দিনে আরও বেশি সতর্ক থাকবেন বলে জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক স্ক্রিস্টালিনা জর্জিয়েভা। আইএমএফের সঙ্গে চলমান ৪৭০ কোটি ডলার ঋণের বাকি অংশ দ্রুত ছাড়ের বিষয়টিও আলোচনা হবে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বৈঠকে।

সর্বশেষ