হাথুরুর বিদায়! বাংলাদেশ দলের নতুন কোচ সিমন্স!

আকাশ দাশ সৈকত
জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হলেন চন্ডিকা হাথুরুসিংহে। এইদিকে হাথুরুর পরিবর্তে নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ফিল সিমন্স।

দীর্ঘদিনধরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে আলোচনার কম ছিলো না বাংলাদেশ ক্রিকেট পাড়ায়। তবে সবকিছুর অবসান ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ। হাথুরুর অহেতুক কর্মকান্ড এবং দুই-তিনটা ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি । এইদিকে হাথুরুকে বহিষ্কার করার সাথে সাথে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্সকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানায় সিমন্স ।

আজ দুপুরে সংবাদ সম্মেলনে এসে হাথুরুকে বহিষ্কার করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি সভাপতি হাথুরু। ফারুক আহমেদ বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে। বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স। ’

হাথুরুকে বরখাস্তের কারণ জানিয়ে ফারুক বলেন, ‘দুই-তিনটা ঘটনা ঘটেছে যেগুলো মেনে নেওয়া একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার কাছে খুব পীড়াদায়ক ছিল। এটা ভালো উদাহরণ ছিল না আরকি। তাই ওইদিক বিবেচনা করে আমরা আজকে একটা শোকজ নোটিশ দিয়েছি। আপনারা জানেন এই প্রক্রিয়াগুলো খুব একটা সহজ নয়”।

সর্বশেষ