মনোহরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার পীরপুর ইউনিটের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড শাখার আয়োজনে রবিবার(১৩ অক্টোবর)বিকালে উপজেলার পীরপুর প্রধান বাড়ি সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

খিদিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন এর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা শাখার আমীর মাওঃমোঃ ইকবাল হোসাইন,বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিল্লাল,বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়নের পীরপুর ইউনিট এর সাধারণ সম্পাদক মোঃতোফাজ্জল হোসেন,সাগরদী ইউনিট এর সাধারণ সম্পাদক মোঃআব্দুল কাদির,পীরপুর ইউনিট এর সদস্য মোঃএখলাছ উদ্দিন,সাগরদী ইউনিট এর কর্মী মোঃ অলিউর রহমান প্রমূখ।

এ সময় আচমিতা গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক শাহীনুর আতাহার আকন্দ,ফুড অফিসার ফারুক আহমেদ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ৮ নং ওয়ার্ডের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ