বাগীশিকের উদ্যোগে গীতা পরীক্ষা অনুষ্ঠিত

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) উদ্যোগে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সব গীতাস্কুলের অংশগ্রহণে গীতা পরীক্ষা এবং ধর্মীয় আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১১ অক্টোবর (শুক্রবার) বগীশিক সৈয়দপুর ইউনিয়ন সংসদের উদ্যোগে শারদীয় দুর্গাপুজা ২০২৪ উপলক্ষে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত গীতাস্কুলগুলো নিয়ে অনুষ্ঠিত গীতা পরিক্ষা মহানগর শরৎ মহাজন বাড়ির মহানগর সার্বজনীন দূর্গা পুজা প্যান্ডেলে অনুষ্ঠিত হয়। বাগিশিক ১নং ইউনিয়ন পরিষদের সমন্বয়ক হৃদয় দাশের সঞ্চালনায় এবং বাগীশিক ১নং সৈয়দপুর ইউনিয়নের সভাপতি ডাঃ মানিক লাল দাশের সভাপতিত্বে উক্ত গীতা পরিক্ষা স্থানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) ১নং সৈয়দপুর ইউনিয়নের অর্থ সম্পাদক শ্রী নেপাল শীল , সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সহ- সাংগঠনিক সম্পাদক জয় শীল, মহানগর সার্বজনীন দূর্গা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী উজ্জ্বল কুমার শর্মা, সাধারণ সম্পাদক রাজীব বরণ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শ্রী খোকন দাশ, উপদেষ্টা বাদল চন্দ্র শীল (বেচু) সহ-সভাপতি শ্রী অরুণ কুমার দাশ সহ ইউনিয়নের বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

পরিক্ষা শেষে আলোচনা সভায় বাগিশিক ১নং সৈয়দপুর ইউনিয়নের সভাপতি এবং মহানগর দূর্গা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মানিক লাল দাশ গুপ্ত বলেন, “বাগিশিকের গীতা পরিক্ষা আমাদের প্যান্ডেলে অনুষ্ঠিত হচ্ছে এরচেয়ে বড় পাওনা আমাদের আর কি হতে পারে! আশা করবো আগামী থেকে ছাত্র-ছাত্রীরা আরো বেশি বেশি অংশ নিবে। আশা করি এইখান থেকে উঠে আসবে দারুণ সব প্রতিভা , আমি এবং আমার ফাউন্ডেশন সবসময় গীতাস্কুলের ছাত্রছাত্রীদের পাশে আছি, সবসময় সাহায্য করে যাবো, আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামী বৎসর হতে ইউনিয়নেন সব গীতা স্কুলের পরীক্ষা একাত্রে নিয়ে কমিটির সবার সাথে পরামর্শ করে সন্মাননা স্মারক দেওয়ার চেষ্টা করবো”।

উল্লেখ্য আলোচনা শেষে ডাঃ মানিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ডাঃ মানিক লাল দাশ গুপ্ত।

সর্বশেষ