বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে : মজিবুর রহমান

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে বিশ্বাস করেন। তাদের নির্দেশনা অনুযায়ী আমরা বিএনপির নেতাকর্মীরা শারদীয় উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে কাজ করে যাবো। ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিদেশে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে সকলর দৃষ্টি রাখতে হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ও সম্প্রীতির রাজনীতির মাধ্যমে আমরা সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

দূর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে। বিএনপি সব ধর্মের মানুষের ওপর সমান শ্রদ্ধা প্রদর্শন করে। বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিতে তাদের উৎসব পালন করতে পেরেছে। আমাদের সকল ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ে তুলতে হবে।

পালং হরিসভার সভাপতি অনিক ঘটক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, পূজা উদযাপন পরিষদ নেতা মনমথ কুমার, সমীর দে, গৌতম দও,কার্তিক পোদ্দার প্রমূখ। এসময় পালং-জাজিরার ৩৮ টি পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতা মজিবুর রহমান ৩৪ টি মন্দিরে ৫ হাজার করে এবং ৪ টি মন্দিরে ১০ হাজার টাকা করে প্রদান করেন।

সর্বশেষ