আখাউড়ায় শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে বিষ্ফোরক আইনের মামলায় মোসলেম মিয়া (৪৯) নামে এক রিক্সা ও ভ্যান শ্রমীকলীগ নেতা গ্রেফতার।

রোববার (৬ আক্টোবর) পৌরশহরের দূর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যান শ্রমিকলীগ নেতা মোসলেম মিয়া পৌরশহরের রাধানগর (কলেজপাড়া) গ্রামের মৃত আঃ সোবহান মিয়ার ছেলে।

জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসেম বলেন, গ্রেফতার হওয়া শ্রমিকলীগ নেতা মোসলিম মিয়া বিষ্ফোরক আইনের ৩/৭ মামলার বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামী মোসলিম মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ