অবশেষে দেশে নিরাপত্তা পাচ্ছেন সাকিব!

অবশেষে দেশে নিরাপত্তা পাচ্ছেন সাকিব!

আকাশ দাশ সৈকত
অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে নিরাপত্তা পাচ্ছেন সাকিব আল হাসান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই সাকিব জানিয়েছিল টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসরের কথা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে পেললেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট খেলার ইচ্ছে ছিলো সাকিবের। কিন্তু নিরাপত্তা জনিত কারণে এতোদিন আলোচনায় ছিলো সাকিব দেশে খেলতে পারবে কিনা? তবে এবার জানা গেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট ম্যাচ খেলতে নিরাপত্তা পাচ্ছেন সাকিব আল হাসান।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’

দেশে এলে সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা আরেকবার বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’

সর্বশেষ