চমক রেখে ভারতের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা!

চমক রেখে ভারতের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা!

আকাশ দাশ সৈকত
স্বাগতিক ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ (রবিবার) বাংলাদেশ দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম ছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে। কারণ বিশ্বকাপের পর আর কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামেনি বাংলাদেশ । তবে কানপুরে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগেই সাকিব জানিয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজের অবসরের কথা। তাইতো সাকিবকে ছাড়াই আসন্ন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে বিসিবি যে দল সাজিয়েছে সেখানে নতুন করে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান। এছাড়া দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ ইমন। তবে বিবেচনায় থাকলেও ভারত সিরিজ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

সর্বশেষ