ভারতে মহানবী (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

ভারতে মহানবী (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে এক হিন্দু পুরোহিত ও বিজিপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের সড়ক বাজার ষ্টেশন রোডে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির সাধারণ সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরি, মুফতি রেদওয়ান রেজা, আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, মোঃ সামসুল আলম, বোরহান উদ্দিন রেজা, গোলাম সামদানি শিবলী প্রমুখ।

বক্তারা মহানবী (সা:) নিয়ে কটুক্তির নিন্দা জানান এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বাংলাদেশের পক্ষ থেকে অন্তবর্তী সরকারকে ভারত সরকারকে নিন্দা জানানোর আহবান জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

সর্বশেষ