প্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে স্ত্রীর থানায় জিডি

প্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে স্ত্রীর থানায় জিডি

তৈয়বুর রহমান: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মিয়া বাড়ির মরহুম তৈয়ব উন নবী এর তৃতীয় সন্তান ও তুহিন মিয়ার বড় ভাই তরুন উন নবী (৬০) গত বৃহষ্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যায়।

সে একজন মানসিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী ও বিপর্যস্ত । বাড়ি থেকে হারানোর পর নিকটতম আত্নীয় স্বজন বাসা বাড়িতে খোঁজ করে তার কোন সন্ধান পাওয়া যায় নি। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল নীল রঙের গেঞ্জি, চেক লুঙ্গী ও পন্সের সেন্ডেল।

তার খোঁজ না পাওয়ায় তার স্ত্রী জুমেলা আক্তার বিজয়নগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং- ৯৯৫, তারিখ: ২০-০৯-২০২৪ইং।

প্রয়োজনে ০১৬১৫২৯০০৬৬,০১৭৮১৯৯৭০০২,০১৬১৪০৪৬৩২৯ এ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ