কাশিমপুর কারাগার থেকে পালানো কামালকে গ্রেফতার করেছে র‍্যাব

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত নয়টায় র‌্যাব-১, পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে, বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল হোসেন (৪৬) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামাল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।

মেজর জুন্নুরাইন বিন আলম বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিদ্রোহের সময় কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন।

সর্বশেষ