ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক আহত

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে

বিপ্লব মিয়া (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত যুবক কুলিয়ারচর উপজেলার মনোহরপুর গ্রামের বরু মিয়ার ছেলে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকালে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে এক যুবক হাসপাতালে আসার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে থাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, এ ঘটনার খবর আমি জানি না। ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ