আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার,,এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর এক বৎসর পূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী শহীদ স্মৃতি সরকারি কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডা.লুৎফর রহমান,তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সাজ্জাদ হোসেন। সমাজ সেবক মোহাম্মদ শাহবুদ্দিন আহমেদ,অত্র সংগঠনের হারুনুর রশিদ,মনির হোসেন,মোঃ রবিন,আপন আমজাদ হোসেন,অন্তর,শওকত, হৃদয়, কাজী ইতু,কাজী লুভনা আক্তার,যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন মিশু, এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবির, দৈনিক নবচেতনা পত্রিকার আখাউড়া প্রতিনিধি অমিত হাসান অপু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী এবং বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় অতিথি এবং অত্র সংগঠনের সদস্যদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রধান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে এই সংগঠনটির সদস্যদের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।

সর্বশেষ