আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাকশিস এর কমিটি গঠন

বরিশাল ব্যুরো:- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাকশিস( সেলিম ভূঁইয়া) শিক্ষকদের পেশাজীবী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে” আদর্শ স্কুল এন্ড কলেজ মোহনকাঠী আগৈলঝাড়া, বরিশাল” এর শিক্ষক মিলনায়তনে”
ত্রি- বার্ষিক সম্মেলনে উক্ত সভায় সকলের প্রস্তাব ও সমর্থনে বরিশাল জেলা আহবায়ক অধ্যক্ষ জনাব মো: রুহুল আমিন বেপারী ও
সদস্য সচিব অধ্যাপক ড. মো:আখতারুজ্জামান নকিব সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দের পরিচালনায়,
আগৈলঝাড়া উপজেলা কমিটি
“বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাকশিস (সেলিম ভূঁইয়া) “এর,
সভাপতি, অধ্যাপক জনাব মো রাসেল ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যাপক জনাব টিপু আহমেদ,সাংগঠনিক সম্পাদক শিক্ষক মো: আজিজুল ইসলাম (পান্না মোল্লা) কে নির্বাচিত করে মোট ২৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

সর্বশেষ