সাংবাদিকের সাথে সংবাদ সম্মেলন করেন হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ

এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। গতকাল ৯ সেপ্টেম্বর রবিবার বিকালে প্রধান শিক্ষক অহিদুর রহমানের স্বেচ্ছাচারিতা, সীমাহীন দূর্নীতি ও বিদ্যালয়ের অর্থ আত্মসাদতের তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনটি করেন।
শিক্ষকগণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির বিবরণ দিতে গিয়ে বলেন বর্তমানে আমেরিকায় বসবাসরত সহকারী শিক্ষিকা তারানা চৌধুরীর বেতনের (সরকার অংশ) বিশেষ কায়দায় আত্মসাত, শিক্ষকগণের গ্র্যাচুইটির অর্থ আত্মসাৎ, শিক্ষকগণের পি, এফ এর অর্থ আত্মসাৎ, খন্ডকালীন শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদি আত্মসাৎ, কাল্পনিক ও ভুয়া ভাউচারের মাধ্যমে স্কুলের অর্থ সম্পদ আত্মসাৎ, শিক্ষকগণের সাথে অশোভন আচরণ ও ভয় ভীতি প্রদর্শন করা, শিক্ষার্থীদের বিশেষ ক্লাসে উত্তোলিত অর্থ যথাযথ বন্টন না করে ভূয়া ভাউচারের মাধ্যমে আত্মসাত করে আসছেন বলে জানান শিক্ষক গণ। এাছাড়াও তাঁরা সাংবাদিকদের বলেন তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর কমিটিরর সাথে যোগ সাজস করে তিনি বিভিন্ন পন্থায় বিদ্যালয়ের প্রায় ৮-১০ কোটি হাতিয়ে নিয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান বলেন প্রদান শিক্ষক অহিদুর রহমান সব সময় শিক্ষকদের কুন্ঠাসা করতে রাখতেন। উনার ভয়ে কেউ মুখত না। তাছাড়া তিনি বলেন এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেদুয়ান আহমেদ রাফি’র নিকট এজটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তিন বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান শিক্ষকগণ।

সর্বশেষ