ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা মিরাজের!

আকাশ দাশ সৈকত
আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে লড়াইয়ের প্রত্যাশা বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের । তিনি বলেন, দলের চেষ্টা থাকবে যেন স্বাগতিকদের বিপক্ষে লড়াই করতে পারে বাংলাদেশ ।

রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সুবাসটা এখনো ভুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটে বলের দারুণ লড়াইয়ে স্বাগতিকদের হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান এখন চারে। তবে জয়ের আনন্দটা বেশিক্ষণ উপভোগ করতে পারছে না বাংলাদেশ। কাারণ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্ত-মিরাজরা। তাই তো তার আগে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল এবং নিজের প্রত্যাশার কথা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রত্যাশার কথা।

প্রসঙ্গে মিরাজ বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে লড়াই করতে পারি।’

তিনি আরো বলেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার—সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটসম্যানরাও অনেক ভালো।’

উল্লেখ্য ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য আগামীকাল বাংলাদেশ দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

সর্বশেষ