বন্যাদূর্গতদের মাঝে গীতা স্কুল পরিচালনা পরিষদের ৪র্থ বারের মতো খাবার বিতরণ

বন্যাদূর্গতদের মাঝে গীতা স্কুল পরিচালনা পরিষদের ৪র্থ বারের মতো খাবার বিতরণ

রাজীব চন্দ্র শীল (চাঁদপুর প্রতিনিধি): বন্যাদূর্গতদের মাঝে গীতা স্কুল পরিচালনা পরিষদ(জিএসপিপি) ৪র্থ বারের মতো খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ৯ই সেপ্টেম্বর সোমবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২নং ইউনিয়নের পিপলকরা আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা বন্যার্তদের মাঝে গীতা স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে (ভূনা খিচুড়ি) খাবার বিতরণ করা হয়। বন্যায় ঘোষিত আশ্রয়কেন্দ্র পিপলকরা আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজে যতগুলো পরিবার ছিল সবাইর মাঝেই খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাজীব চন্দ্র শীল, ৬নং ওয়ার্ড মেম্বার আবু সাইদ, সমাজ সেবক নুরুজ্জামান, রাশেদ পাটোয়ারী, জিএসপিপি ১২নং এর সভাপতি সাগর সূত্রধর, উপদেষ্টা সুমন দেবনাথ, ১১নং এর সভাপতি শীপন মজুমদার ও ১০নং এর সভাপতি সজীব কর্মকারসহ আরো অনেকে। উল্লেখ্য সংগঠনটি এর আগে ফেনী ও মীরসরাইয়ে পরপর ৩বার বন্যাদূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

সর্বশেষ