কালিগঞ্জ উপজেলা কৃষকদল ও বিভিন্ন  সহযোগী সংগঠনের দিনব্যাপী কর্মীসভা

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীসভা বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুশুলিয়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন এট সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কালিগজ্ঞ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান।

বিশেষ আলোচক ছিলেন উপজেলা জাসাস এর আহ্বায়ক মোঃ মুরশিদ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান আলী মোড়ল, সদস্য সচিব মারুফ বিল্লাহ, কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, ১ নং সদস্য কালাম হোসেন সবুজ, উপজেলা তরুণ দলের সদস্য সচিব ওমর ফারুক, সৈনিক দলের আহ্বায়ক আবু হুসাইন সোহাগ, কুশুলিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, নলতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী, সদস্য সচিব হাবিবুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রমজান আলী, রতনপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সোয়েবুর রহমান, সদস্য সচিব ফিরোজ হোসেন প্রমুখ।

সর্বশেষ