ইবিতে শহীদি মার্চ কর্মসূচী পালিত

ইবি প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের একমাস উপলক্ষে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।

মিছিলে শিক্ষার্থীদের ‘আজকের এই দিনে সাঈদ তোমার মনে পড়ে’, ‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দিবো না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মিছিল পরবর্তী সমাবেশে সহ-সমন্বয় হাসানুল বান্না বলেন, আজকে কর্মসূচি পালনের উদ্দেশ্য স্বাধীনতার এক মাস পূর্তি। আমরা আজকে স্মরণ করছি সেই সকল শহিদদের যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা। যুগে যুগে শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। বর্তমানে আমাদের এই স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি পরাজিত আওয়ামী লীগের দোসরা। আমরা তাদের রুখতে বদ্ধ পরিকর।

সহ-সমন্বয় তানভীর মন্ডল বলেন, আজকে এই মঞ্চে দাড়িয়ে আমি স্মরণ করছি ২৪ শে’র স্বাধীনতার শহীদের। আমরা আন্দোলন করে স্বৈরাচারকে পতন করাতে পারলেও তাদের দোষেরা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদের রুখতে আমরা এক হয়ে কাজ করবো। তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশ সংস্কার করছে। তাদের সংস্কার করতে যতদিন সময় দরকার আমরা ততদিন তাদের সাথে একাত্মতা পোষণ করবো।

সর্বশেষ