বগুড়া জেলা ছাত্র কল্যাণের আহ্বায়ক রকি, সদস্য সচিব মায়াজ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি বর্তমান কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আলী আরমান রকি ও সদস্য সচিব হিসেবে একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাদ আল মায়াজ মনোনীত করা হয়।

সোমবার (০২ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি বাপ্পা হোসাইন বাপ্পী ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২০১৯-২০ শিক্ষাবর্ষে মাহাদী হাসান, গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসরাফিল ইসলাম, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মরিয়ম আক্তার মিথিলা, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী, ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের পাপড়ি রানী মোদক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।

সদ্য নির্বাচিত কমিটির আহবায়ক আলী আরমান রকি বলেন, ‘বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের প্রাণের সংগঠন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি। আহ্বায়ক হিসেবে আমাকে মনোনীত করার জন্য সম্মানিত উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আমার লক্ষ্য থাকবে সবাইকে সাথে নিয়ে সংগঠনকে গতিশীল করা। শিক্ষার্থীদের জন্য কল্যাণকর এমন নানাবিধ সৃষ্টিশীল ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার সুযোগ থাকে এমন কিছু কাজ করার উদ্যোগ গ্রহণ করতে চাই। আশা রাখি জেলা ছাত্র কল্যাণে যুক্ত থাকার মধ্য দিয়ে পরস্পর ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে উঠবে। সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকতে চাই। সবার সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতা ও অংশগ্রহণে বগুড়া জেলা ছাত্র কল্যাণকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বুকে শ্রেষ্ঠ ও মডেল জেলা কল্যাণ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করছি।’

সর্বশেষ