ভৈরবে বজ্রপাতে বসত ঘর পুল,ফাঁসাতে প্রতিপক্ষের নামে থানায় অভিযোগ

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে বজ্রপাতে বসত ঘর পুড়ে গেলেও প্রতিপক্ষকে ফাসাতেঁ থানায় মিথ্যা অভিযোগ করায় প্রতিবাদে ফুসেঁ উঠেছে এলাকাবাসীরা। সরেজমিনে চন্ডিবের মধ্যপাড়া গ্রামে গিয়ে জানাযায়, গত মঙ্গলবার গভীর রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতের আগুনের কুন্ডলী মুজেদা বেগমের ঘরের চালায় পড়ে আগুন ধরে যায়। মূহুর্তের মধ্যেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে । এ সময় মুজেদা বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে । পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়। বজ্রপাতে প্রতিবেশী অনেকের ঘরের বৈদ্যুতিক বাল্ব, টিভি,ফ্রিজ অকেজাে হয়ে যায় ।
এ বিষয়ে প্রতিবেশী লোকমান মিয়া,শিশু মিয়া, হাসান মিয়াসহ এলাকাবাসিরা জানায়,বজ্রপাতে তাদের ঘরের বৈদ্যুতিক বাল্ব, টিভি,ফ্রিজ অকেজাে হয়ে যায় । তবে মোজেদার অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে অভিযোগ কারী মোজেদা বেগম ও বজ্রপাতের কথা স্বীকার করলেও তিনি দাবী করেন তার বসত ঘরের পাশে গ্যাসের লাইজার লিকেজ হয়ে আগুনে বসত ঘর পুড়ে গেছে ।
এ বিষয়ে ছিদ্দিক মিয়ার পরিবার ও বাচ্চু মিয়া জানান আমাদের কে হয়রানী করার জন্য মোজেদা বেগম আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে । সঠিক তদন্ত করে প্রকৃত কারন বের করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

সর্বশেষ