বশেফমুবিপ্রবিতে ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা;পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকাদহ

বশেফমুবিপ্রবিতে ট্রেজারারকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা;পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকাদহ

কাজী মো.ইসমাঈল হোসেন,বশেফমুবিপ্রবি প্রতিনিধি :জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষক-ছাত্রের ব্যানারে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননানেকে অবাঞ্চিত ঘোষনা করে পদত্যেগের দাবিতে কুশপুত্তলিকাদহ করেছে শিক্ষার্থীরা।যদিওবা কোন শিক্ষককে দেখা যায় নি এ আন্দোলনে।

সোমবার (২ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের সামনে দুপুর ১ টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, একাডেমিক ভবন চত্বর হয়ে পুনরায় প্রশাসনিক ভবন চত্বরে এসে ট্রেজারারের কুশপুত্তলিকাদহ করে তারা। এসময় তারা পদত্যাগের দবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

প্রসঙ্গত,গত ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য, রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ প্রশাসনিক দায়িত্বে থাকা অনেকেই পদত্যাগ করেছেন কিন্তু ট্রাজারার পদত্যাগ না করায় গত ১০ আগষ্ট তাকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়। এরপরও সে পদত্যাগ না করায় আজ তার কুশপুত্তলিকাদহ করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য,বিগত এক সিন্ডিকেট সভার মাধ্যমে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননানের ক্ষমতা সীমিত করে যা হয়।

সর্বশেষ