ঢাকা মেডিকেল কলেজে ভাংচুর ও হামলার ঘটনায় গ্রেফতার-১

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:

আজ সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভাংচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম- সঞ্জয় পাল জয়।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ আগস্ট) ঢামেকের ওটিতে ঢুকে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় (১ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
শাহবাগ থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান গাইবান্ধায় শনাক্ত করা হয়। এরপর শাহবাগ থানা অভিযুক্তকে গ্রেফতারের জন্য গাইবান্ধা সদর থানায় অনুরোধ পত্র প্রেরণ করে। অনুরোধ পত্রের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার একটি টিম অভিযান চালিয়ে সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করে।

সর্বশেষ