আ.লীগের আমলে রাজু এমপির নেতৃত্বে রায়পুরাতে রামরাজত্ব কায়েম করেছে- আশরাফ উদ্দিন বকুল

আ.লীগের আমলে রাজু এমপির নেতৃত্বে রায়পুরাতে রামরাজত্ব কায়েম করেছে- আশরাফ উদ্দিন বকুল

হাবিব আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি Z: বিএনপির দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল । বলেন, যেকোনো বাধাই আসুক, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করবার জন্য আমরা কাজ করে যাওয়ার শপথ নিয়েছি। বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ বিকালে নরসিংদীর রায়পুরা বাসষ্টশনে রায়পুরা উপজেলা বিএনপির উদ্যোগে রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন এর সঞ্চলনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বন্যায় নিহতদের আতœার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় করে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নরসিংদী-৫-আসন রায়পুরা নির্বাচনী এলাকার এমপি প্রার্থী হিসেবে ধানের র্শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিএনপি সব সময়ই নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবে। এখন বিএনপি’র মূল কাজ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন-সেই আদর্শকে বাস্তবায়িত করা। একই সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি কাজ করেছেন-সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি।’ তিনি বলেন, ‘আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি-তার জন্য বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম ও লড়াই করছে। বিএনপি’র ৭০০ এর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, দুই হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং শুধুমাত্র গণতান্ত্রিক সংগ্রামের জন্য ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।’ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে এবং অর্থনৈতিকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি জিয়াউর রহমান সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল । তিনি আরো বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাকে বিদেশ থেকে থেকে এনে আইনের মাধ্যমে বিচার করা হবে। তিনি আরো বলেন,রায়পুরাতে আওয়ামী লীগের আমলে রাজু এমপির নেতৃত্বে বিশেষ করে অনেক খুনাখুনি হয়েছে,লুটপাট,ভাংচুর সহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে রামরাজত্ব কায়েম করেছে। বিএনপি আমলে কোন মারামারি হানাহানি করতে দেওয়া যাবে না যারে করবে তাদেরকে আইনের মাধ্যমে কঠিন শাস্তি দেওয়া হবে। কোন ধরনের ছাড় দেওয়া হবে না, মারামারি হানাহানি নির্মূল করতে ঐক্যবন্ধভাবে প্রতিরোধ করতে হবে। এলাকায় অনেক উন্নয়ন মুলক কাজ করতে হবে। মানুষের র্দীঘদিনের দাবী চরাঞ্চলে বেড়ীবাদ স্থাপন করতে হবে। আগামী দিনে রায়পুরাতে অনেক উন্নয়ন মুলক কাজ করে মানুষের দাবী দাওয়া পুরন করতে সব ধরনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,রায়পুরা পৌরসভার ২ বারের সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল কুদ্দুছ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহভাপতি আলজাছ উদ্দিন ভুইয়া,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, রায়পুরা উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাখায়াত সরকার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাহবুবুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুল হক মিলন,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সমম্পাদক আব্দুল আওয়াল, রায়পুরা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, রায়পুরা উপজেলা যুবদল সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আহসান উল্লাহ,উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফিরোজ আল মোজাহিদ,রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, রায়পুরা পৌরসভা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সোহেল ও সেক্রেটারী সুমন নেওয়াজ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলকাছ উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কামাল মিয়া,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, পৌর মৎস্যজীবিদলের সদস্য সচিব জালাল মিয়া, রায়পুরা পৌর তাঁতীদলের সদস্য সচিব বাদল মিয়া,মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক প্রধান ও সেক্রেটারী কবীর হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন।

সর্বশেষ