আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গার্ডেন-টিলার বিতরন

আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গার্ডেন-টিলার বিতরন

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষকের মাঝে উপকরন (গার্ডেন টিলার) বিতরন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে আখাউড়া
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি গ্রুপের কৃষকদের মাঝে বিনা মূল্যে ১৫টি গার্ডেন ট্রিলার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে প্রকল্প পরিচালক ড. তৌফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজালা পারভীন রুহি, জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ মুন্সি তোফায়েল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সহকারি প্রকল্প পরিচালক(মনিটরিং) কৃষিবিদ শাওন মজুমদার, কৃষি সম্প্রসারণ অফিসার (কৃষিবিদ) জাহিদ হাসান এবং উপসহকারি কৃষি-কর্মকর্তাবৃন্দ ও কৃষকগন উপস্থিত ছিলেন।

উপকরণ বিতরণের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) তানিয়া তাবাসসুম প্রতিবেদককে বলেন, আখাউড়ায় মোট ৪৫ টি গ্রুপ আছে অত্র প্রকল্পের আওতায় সক্রিয় ১৫ টি গ্রুপের মাঝে ১৫ টি গার্ডেন টিলার দেওয়া হয়, গার্ডেন ট্রিলারটি দিয়ে কৃষকরা সহজেই জমি চাষ ও বাগানের আগাছা পরিষ্কার করতে পারবে।

তিনি আরো বলেন, কৃষদের মধ্যে প্রতিটি গ্রুপে একটি করে গ্রুপ হিসাব খোলে দেওয়া হবে। কৃষকরা চাইলে এই উপকরণের আয় দিয়ে অর্থ জমা করে সরকারের কাছ থেকে আরো উন্নমানের উপকরণ গ্রহন করতে পারবে।

সর্বশেষ