গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৫ প্রাণ

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৫ প্রাণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। আজ রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলঅর মাঝিগাতি বাসিস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থালে পাঁচজন নিহত হন। আর আহত হয়েছেন ২৫ যাত্রী। আহতদের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

সূত্র: যুগান্তর

সর্বশেষ