NBER এর সহযোগিতা ফেনীতে বন্যার্তদের পাশে ইগনাইট দি ন্যাশন

NBER এর সহযোগিতা ফেনীতে বন্যার্তদের পাশে ইগনাইট দি ন্যাশন

জেলা প্রতিনিধি,বরগুনা : দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে, বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলাসমূহ, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দারা আকস্মিক বন্যায় সম্পূর্ণভাবে প্রস্তুতি বিহীন অবস্থায় পড়েছে এবং পূর্ব অভিজ্ঞতার অভাব অনুভব করছে।

২৭ এবং ২৮ আগস্ট, জাতীয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো (NBER-বাংলাদেশ), ইগনাইট দি ন্যাশন (ITN) বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (BMSS), ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন, কানেক্ট: পিপল অফ বাংলাদেশ, আর্থ’স অ্যন্টস, এবং ইউএন ভলান্টিয়ার্সের সহায়তায় এবং খিলগাঁও কো-অপারেটিভ স্টুডেন্টসের সার্বিক সহযোগিতায় ফেনীর সোনাগাজী, ফুলগাজী, মুন্সিরহাট, দাগনভূঞা, শাসনগাছা, রামগঞ্জ সহ আশেপাশের অনেক দুর্গম এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে নিরাপদ পানির বোতল, শুকনো কাপড়, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, বিনামূল্যে ওষুধ প্রদান, এবং বাচ্চাদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় খেলনা বিতরণ অন্তর্ভুক্ত ছিল। এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ৩০০০ পরিবারকে বন্যা পরবর্তী সময়ে ত্রান এবং এক হাজারেরও বেশি রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিশেষ করে, মেডিকেল সামগ্রী এবং বাচ্চাদের খাবার দিয়ে সহযোগিতায় অংশগ্রহণ করেছে বিনিময় ট্রেডার্স এবং প্রত্যাশী ট্রেড সেন্টার।

তবে, মেডিকেল রিসার্চ টিম এবং ইগনাইট দি ন্যাশন এর প্রেসিডেন্ট অ্যাড. মাহিন মেহেরাব অনিক জানান, “ফেনীতে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে, তবে দীর্ঘদিনের জলাবদ্ধতায় অনেক মানুষ বিশেষত বাচ্চারা জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া এসব রোগ সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। আকস্মিক বন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা ব্যহত হওয়ার পাশাপাশি কমেছে ডাক্তারের উপস্থিতি।এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে রয়েছে, তাও আমাদের মেডিকেল টিম সেবা প্রদানে সবসময় সচেষ্ট।”

ইগনাইট দি ন্যাশন এর কোস্টাল কো-অর্ডিনেটর রাকিবুল হাসান তানিম জানান, “বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে এবং স্থানীয় কিছু মানুষের সাহায্য আমরা আমাদের ত্রান সামগ্রী গুলো বন্যা কবলিত মানুষের হাতে পৌছে দিচ্ছি, আশা করা হচ্ছে খুব শীঘ্রই অন্যান্য বন্যাকবলিত জেলার এলাকাসমূহে এই পদক্ষেপ গ্রহণ করা যাবে।”

এছাড়া, খিলগাঁও কো-অপারেটিভ স্টুডেন্টস এবং ইগনাইট দি ন্যাশন যৌথভাবে ফেনীর কিছু প্রত্যন্ত পানিবন্দি অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে যা এখনো চলমান রয়েছে।

সর্বশেষ