বন্যাদুর্গত মানুষের পাশে হাসতে চাই বাংলাদেশ ফাউন্ডেশন

লিয়ন সরকার, মোহাম্মদপুর প্রতিনিধি : দেশের দক্ষিণ- পূর্ব অঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি প্রায় দুইশের অধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে হাসতে চাই ফাউন্ডেশন।

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত হওয়ায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করা এবং চলমান বন্যা মোকাবিলায় লক্ষীপুর সদরের বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পরিবার গুলোর ৭ দিনের খাবার সামগ্রী প্রদান করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেয়াজ, আলু, সয়াবেন তেল, মুড়ি, বিস্কিট, মোম, লাইটসহ গ্যাস লাইটার, স্যালাইন, ঔষধ সামগ্রী(জ্বর, ডায়রিয়ার), স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধ করণ ফিটকিরি, শিশুখাদ্য (সুজি, ইউএইচটি দুধ, চিনি), হরিণ খোলা মুড়ি, চিড়া, গুড়, পানি, মোমবাতি, ওরস্যালাইন, বিস্কুট ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে হাসতে চাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রওয়ান হোসাইন রিপন বলেন, আমরা মানুষের পাঠানো টাকার ন্যায্য হকদারদের নিকট বণ্টন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। অনেক পরিবার এমন ছিলো যারা সম্পূর্ন অচল ছিলো এই বন্যায় আমরা একেবারে প্রত্যন্ত এলাকায় ঢুকে তাদের কাছে গিয়েছি কথা শুনেছি এবং বুক সমান পানিতে নেমে তাদের ত্রাণ সহযোগিতা দিয়ে এসেছি। অনেকে খাবার পেয়ে খুশিতে জড়িয়ে ধরেছে। সেই আমাদের অনুভূতি বলে বুঝানোর মত না। তখনি আমাদের ফাউন্ডেশন এর লক্ষ্য পূরন হয়েছে। আর কেউ ছবি বা ভিডিও করবেন না দয়া করে তাদের সকলের কাছে অনুরোধ করেছি। সবাই ভালো থাকুক সুস্থ থাকুক হাসি খুশি থাকুক এটাই আমাদের চাওয়া ও প্রত্যাশা।

তিনি আরও বলেন, প্রধানত আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো মানুষের মুখে হাসি ফুটানো। যার জন্য নাম করণ করা হয়েছে “হাসতে চাই বাংলাদেশ ফাউন্ডেশন।”
সামনে আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো ভিন্নধর্মী মানবতার দেয়াল তৈরী করা ও একটি ওয়াজ মাহফিল এর আয়োজন করে সবাইকে মানবতার সেবা করার ফজিলত সম্পর্কে অবহিত করা।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে খাবার, পানি এবং সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। আর বন্যার্তদের সহায়তায় একযোগে সরকারের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান।

সর্বশেষ